ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে। এবার গায়ক শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। গত কয়েক দিন ধরে দুজনেই ফেসবুকে একে অপরকে ইঙ্গিত করে পোস্ট দিচ্ছেন, যা নিয়ে ভক্তদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে পরীমণি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি এক ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে হেলান দিয়ে আছেন। যদিও সেই ব্যক্তির মুখ দেখা যায়নি, শুধু হাত দেখা গেছে। তবে ভক্তরা সেই হাতের ঘড়ি দেখেই দাবি করছেন, তিনি গায়ক শেখ সাদী। সম্প্রতি শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, যা এই ছবি প্রকাশের পর আরও জোরালো হয়েছে।
ভক্তরা দুজনের পোস্ট ও ছবির মিল খুঁজে নানা মন্তব্য করতে থাকেন। কেউ লিখেছেন, ‘পরীমণি আর সাদীকে আড়াল করতে পারলেন না।’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘দুজনের মধ্যে কি প্রেমের সম্পর্ক?’ নেটিজেনদের এসব মন্তব্য চোখ এড়ায়নি পরীমণির। তাই বৃহস্পতিবার সকালে তিনি রাতের সেই ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন।
এরপর সকালে পরীমণি একটি গাঁদা ফুলের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই....!’ যা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে এক সাক্ষাৎকারে পরীমণি শেখ সাদী সম্পর্কে বলেছিলেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতো! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথা বলতে পারি। জীবনের খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ। ও ঠিক তা–ই আমার কাছে।’
পরীমণি ও শেখ সাদীর এই গুঞ্জন নিয়ে শোবিজাঙ্গনে এখন তোলপাড় চলছে। ভক্তরা অপেক্ষায় রয়েছেন, কবে দুজনই বিষয়টি স্পষ্ট করবেন।
0 মন্তব্যসমূহ