রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচন নিয়ে কথা না বলে। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যদি খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারাজীবন এটা তাদেরকেই দায় বহন করে যেতে হবে।
গতকাল রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটি- এনসিপি’র আত্মপ্রকাশ উপলক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি এদিন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন। পরে গণমাধ্যমকে সারজিস আলম বলেন, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না।
এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে- নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে।
দ্রুত আওয়ামী লীগ সভাপতির বিচার চেয়ে সারজিস বলেন, এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণেই- খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা যারা এই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম, আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো এই কান্না আসছে, এই চোখের পানি পড়ছে, আমরা যেন মরার আগে অন্তত ওই খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি।
যেই খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত যে সদস্যদের ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, সেই খুনি হাসিনা এবং তাদের দোসরদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে।
0 মন্তব্যসমূহ