নারায়ণগঞ্জে বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিটুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক ও ব্যবসায়ীরা।

শনিবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের দিগু বাবুর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করে বাজারের শ্রমিক ও দোকান মালিকরা।

বিক্ষোভ মিছিলে ক্ষুব্ধ শ্রমিক ও দোকান ব্যবসায়ীরা স্লোগান দেন, ‘বিএনপি নেতা টিপুর চাঁদাবাজি চলবে না চলবে না। বিএনপির নামে চাঁদাবাজি চলবে না চলবে না। টিপুর দুই গালে জুতা মারো তালে তালে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও।

দিগু বাবুর বাজারের ব্যবসায়ী মো. বিল্লাল বলেন, তারেক রহমান তাকে (টিপু) চাঁদাবাজি করতে বলেনি। তাহলে তিনি মাছ ব্যবসায়ীদের মারধর করলেন ও তাদের মাছ ফেলে দিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমরা মিছিল করছি।

মারধরের শিকার হওয়া মাছ ব্যবসায়ী ইয়াসিন বলেন, ‘বিএনপি নেতা টিপু এসে আমাদের মাছ ফেলে দিয়েছে। এ সময় মাছ তুলতে গেলে তিনি আমাদের মারধর করে। আমার মত আরও অনেক ব্যবসায়ীর মাছ ফেলে দিয়েছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করছি।

তিনি আরও বলেন, টিপু আমাদের কাছে চাঁদাবাজি করতে চেয়েছিল। তিনি চাঁদাবাজি করতে না পেরে আমাদের মারধর করেছে ও আমাদের মাছ ফেলে দিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মাছ ব্যবসায়ী ইয়াকুব বলেন, বিএনপি নেতা টিপু এসে আমাদের বলেছে, তোদের এখানে কে বসতে বলেছে। এ কথা বলার সাথে সাথে তিনি ও তার লোকজন আমাদের মাছ রাস্তায় ফেলে দিয়েছে। তিনি আমাদের অনেক জিনিপত্র ফেলে দিয়েছেন। তার লোকজন যে লাঠি নিয়ে আমাদের মারধর করেছে সেই ভিডিও আমাদের কাছে আছে। আমাদের উপরে এভাবে অত্যাচার করলে আমরা কিভাবে সংসার চালাবো।

একই অভিযোগ তোলেন মাছ ব্যবসায়ী রফিকুল। এছাড়া বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন দিগু বাবুর বাজারের ব্যবসায়ী সুভাষ, জগা বাবু, হালিম, মনির, মিজান, মাসুম, সুমন, আশরাফুল, হাকিম, রাসেল, মহাসিন, সোহাগ, জাহাঙ্গীর, নূর নবী, ইমরান, মহরম, পেদা, মিলন, হরাদন, বুলু বাবু, জাহিদ, ইকবাল, ফারুক সহ প্রমুখ।

সূত্র: The Daily Inqilab

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ