যুক্তরাষ্ট্রে খুব একটা সমাদৃত না হলেও যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ার পর শনিবার (১ মার্চ) ব্রিটেন পৌঁছান তিনি। সেখানে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনা করতে রবিবার ইউরোপীয় নেতারা এক সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন। সে উদ্দেশেই লন্ডন গেছেন জেলেনস্কি। সম্মেলনের আগে ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে তার সঙ্গে দেখা করতে যাওয়ার সময়কালে জনগণের ব্যাপক সমর্থন পান তিনি।
সাক্ষাৎ হওয়ার পর জেলেনস্কিকে স্টারমার বলেছেন, এখানে আসার পথে মানুষের উপস্থিতি তো নিশ্চয়ই দেখেছেন। আপনার প্রতি সমর্থন জানাতে যুক্তরাজ্যের মানুষ পথে নেমে এসেছে। এই জনসমাগমের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই, ব্রিটেন আপনাদের পাশে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ।
শুক্রবার ওভাল অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে জেলেনস্কিকে গ্রাম্য সালিশি ধাচে তুলোধুনো করেছেন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের মাটিতে বসে কিছুটা উগ্র মেজাজ দেখানোর ফলে ইউক্রেনের ওপর থেকে সব সমর্থন তুলে নেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।
স্টারমার বলেছেন, যুক্তরাজ্যজুড়ে জেলেনস্কির জন্য পূর্ণ সমর্থন রয়েছে। তারা যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে আছেন।
এদিকে, স্টারমারের সঙ্গে উষ্ণ ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জন্য শক্তিশালী অবস্থান নিশ্চিত করা এবং নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, আমাদের আলোচনায় অনেক কিছু উঠে এসেছে। ইউক্রেন ও ইউরোপের সামনে থাকা চ্যালেঞ্জ, অংশীদারদের সঙ্গে সমন্বয় করে চলা, ইউক্রেনের জন্য শক্তিশালী অবস্থান নিশ্চিত করা এবং নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া নিয়ে আমরা মতবিনিময় করেছি।
ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার খবর প্রকাশের পর অধিকাংশ ইউরোপীয় নেতা জেলেনস্কি ও ইউক্রেনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।
এদিকে, হোয়াইট হাউজে জেলেনস্কির অপদস্থ হওয়ার খবরে বেশ উল্লসিত হয়েছে রাশিয়া। দেশটির কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেছেন ইউক্রেনীয় নেতার উচিত শিক্ষা হয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত কিয়েভের জন্য সামরিক সহায়তা স্থগিত করে দেওয়া।
0 মন্তব্যসমূহ