সুঠাম শরীর, হাতে বড় বড় গুলি, পেশিবহুল চেহারা! এ রকমই এক কনের ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ওই মহিলাকে কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গা-ভর্তি গয়না পরে কনের সাজে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁর মুখে একগাল হাসি। বাঁ হাতের পেশিতে ট্যাটু আঁকা। দক্ষিণ ভারতীয় কায়দায় শাড়ি পরেছেন ওই তরুণী।
শাড়ির মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে তাঁর সুঠাম শরীর। হাতের পেশিও যে কোনও পুরুষকে লজ্জায় ফেলার পক্ষে যথেষ্ট। বিয়ের পোশাকে বডিবিল্ডিংয়ের পোজ়ও দিতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে।
ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই না করা গেলেও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণীর নাম চিত্রা পুরুষোত্তম। কর্নাটকের বাসিন্দা চিত্রা এক জন বডিবিল্ডার। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। ভাইরাল ভিডিয়োটি তাঁর বিয়ের অনুষ্ঠানের সময় ক্যামেরাবন্দি করা হয়েছে।
ভাইরাল ভিডিয়োটি গত ২২ ফেব্রুয়ারি ‘জখমি শায়র’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ১৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন তরুণীর সুঠাম শরীরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, তেমনই মজার মজার মন্তব্যও করেছেন অনেকে।
এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘মৃত্যুর আগে পর্যন্ত শ্বশুরবাড়ির লোকেরা ভেবেচিন্তে কথা বলবে। না হলে সবাইকে হাসপাতালে যেতে হবে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘গয়নার পাশাপাশি তরুণীর গলায় কিছু পদকও থাকা উচিত ছিল।’’
0 মন্তব্যসমূহ