বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ ( বিসিএল)। তিন ভেন্যুতে আজ এই লিগ শুরু হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন মাঠে বাফুফের এলিট একাডেমি ১-০ গোলে পিডব্লিউডিকে পরাজিত করেছে। ম্যাচের ৫০ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন আশিক।
বাফুফের এলিট একাডেমিতে সারা দেশ থেকে বাছাইকৃত ফুটবলার ছাড়াও বিকেএসপির বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন। বিকেএসপির ফুটবলাররা বিসিএলের জন্য নিবন্ধিত হননি। বাফুফে বিকেএসপির বাইরে থাকা অন্য ত্রিশের অধিক ফুটবলার দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছে।
বিকেএসপির ফুটবলারদের না থাকা প্রসঙ্গে বাফুফের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘আমাদের অ্যাকাডেমির আবাসন সমস্যা রয়েছে। বিসিএলের জন্য কমলাপুরে খানিকটা সংস্কার করে ক্যাম্প চলছে। কমলাপুর ও বাফুফে টার্ফ সংস্কার হওয়ায় বিভিন্ন মাঠে চলছে অনুশীলন। বিকেএসপির ফুটবলাররা তারা তাদের ক্যাম্পাসে অনুশীলন করছে। আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হলে তারা আমাদের সঙ্গে যোগ দেবে।’
বাফুফের এলিট অ্যাকাডেমির দায়িত্বে পেয়েছেন নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। নতুন দায়িত্বের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু হয়েছে। যদিও বিসিএলে বাফুফে অ্যাকাডেমি দলের জয়-পরাজয় পরের ধাপে উন্নতি বা অবনতির জন্য বিবেচনা হয় না। অনেকটা যেন শুধু খেলার জন্যই খেলা।
বিসিএলে আজ ফর্টিজের অনুশীলন মাঠে লিটল ফ্রেন্ডস ও ফরাশগঞ্জের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গাজীপুর জেলা স্টেডিয়ামে দেশের শতবর্ষী ক্লাব ওয়ারী ১-০ গোলে উত্তর বারিধারাকে পরাজিত করেছে। প্রথমার্ধের ইনজুরি সময়ে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন সোহাগ বর্মণ।
লিগ কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান আজ কোনো মাঠে উপস্থিত হতে পারনেনি। গাজীপুর ভেন্যুতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন। ফর্টিজ ভেন্যুতে সহ-সভাপতি সাব্বির আরেফ, জাকির হোসেন চৌধুরি ও কিংস অ্যারেনায় অনুশীলন মাঠে ইমতিয়াজ হামিদ সবুজ। বিগত সময়ের মতো এই বারও বিসিএল নিয়ে বাফুফে প্রচার-প্রচারণায় তেমন মনোযোগী নয়। লিগ শুরুর আগে সংবাদ সম্মেলন বা দল পরিচিতি করেনি।
0 মন্তব্যসমূহ