ট্রাম্পের জন্য যে ‘বিশেষ উপহার’ নিয়ে গিয়েছিলেন জেলেনস্কি


অন্য রাষ্ট্রনেতাদের মতো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষ উপহার নিয়ে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক শুরুর আগে সৌজন্য বিনিময়ের সময়েই ট্রাম্পের হাতে সেই উপহার তুলে দেন জেলেনস্কি। 

তবে নজিরবিহীন বাগবিতণ্ডার জেরে জেলেনস্কির দেওয়া সেই উপহার ম্লান হয়ে গিয়েছে। যে আশা নিয়ে ওই উপহার নিয়ে গিয়েছিলেন ইউক্রেন প্রধান, তা ব্যর্থ হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, গত বছর ব্রিটিশ বক্সার টাইসন ফিউরিকে হারিয়ে ইউক্রেনীয় বক্সার আলেকজান্ডার উসিক আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) বেল্ট জিতেছিলেন। ইউক্রেনের ইতিহাসে এটি অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া পুরস্কার বলে বিবেচিত হয়। সেই বেল্ট ট্রাম্পকে উপহার দিয়েছিলেন জেলেনস্কি। বেল্টটির গুরুত্ব তার দেশের কাছে অপরিসীম।

সেটি ট্রাম্পের জন্য নিয়ে এসে জেলেনস্কি বোঝাতে চেয়েছিলেন, আমেরিকাকে গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসাবে দেখছে ইউক্রেন। কিন্তু এই উপহার দিয়ে ট্রাম্পের মন গলাতে পারেননি তিনি। 
ট্রাম্প এবং জেডি ভ্যান্সের সঙ্গে তার কথোপকথনের যে সমস্ত ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতেও পিছন দিকের একটি টেবিলে ইউক্রেনের এই ইউএফসি বেল্ট দেখা গিয়েছে।
 
জেলেনস্কির দেওয়া উপহারকে ট্রাম্প পাত্তাই দেননি বলে অভিযোগ।

উল্টো ইউক্রেনের প্রতিনিধি দলকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়। তাদের যৌথ সাংবাদিক সম্মেলন বাতিল করে দেওয়া হয়। পরে মধ্যাহ্নভোজ না করেই বেরিয়ে যান জেলেনস্কি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ