নতুন রাজনৈতিক দল ‘এনসিপি’র আত্মপ্রকাশ কাল, নেতৃত্বে যারা


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে দলটির অন্যতম প্রধান নেতা সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে আগামীকাল সারা বাংলাদেশ থেকে ব্যানার আসবে। এই নামে মুখরিত হোক বাংলাদেশ।

জানা যায়, দলটির নাম বাংলায় হবে ‘জাতীয় নাগরিক পার্টি’।

আর ইংরেজিতে দলটির নাম হবে ‘ন্যাশনাল সিটিজেন পার্টি। যা সংক্ষেপে ‘এনসিপি’ নামেই পরিচিতি পাবে।
 
নতুন এই দলের শীর্ষ পদে কারা আসছেন সে বিষয় প্রায় চূড়ান্ত। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল।

এ ছাড়া দলটিতে মুখপাত্র ও মুখ্য সংগঠকের পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমই চূড়ান্ত।
জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, এই পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়েই আলোচনা করছেন শীর্ষ নেতারা, যাকে নতুন দলে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে রাখা হয়েছিল। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনকে নিয়ে আলোচনা চলছে। 

এর কারণ হিসেবে বলা হচ্ছে, দলটির শীর্ষ পদে নারী নেতৃত্ব থাকছেন না বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে।

সেই সমালোচনার জন্য এই পদে সামান্তা শারমিনকেই রাখার চিন্তা-ভাবনা চলছে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ ছাড়াও নতুন আরো তিনটি পদ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ সাবেক ছাত্রনেতাদের জায়গা করে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানা যায়।
এই পদগুলো হলো মুখ্য সমন্বয়ক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক। এসব পদ এবং এর বাইরের গুরুত্বপূর্ণ পদে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃকে দেখা যেতে পারে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, মুখপাত্র উমামা ফাতেমা এবং মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ