বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও বেশ পরিচিতি তার। তবে তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট করেন।
ইংরেজিতে দেওয়া পোস্টে তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) তামিম মৃধা তার ফেসবুকে পেজে দুটি ছবি পোস্ট করেন। ‘যেমন ছিলেন তিনি’ নামে রাসুল (স.) এর একটি সিরাত বই হাতে তাকে দেখা গেছে ছবিটিতে।
ক্যাপশনে তিনি জুমা মুবারক জানিয়ে লেখেন, ‘আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন।’
এদিকে নেটিজেনরা তামিমের ওই পোস্টে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মাইদুল ইসলাম নামের একজন মন্তব্য করেছেন, ‘হে অন্তর সমূহের পরিবর্তনকারী! আপনি আমাকে দ্বীনের উপর অটল রাখুন।’
শামীম হোসাইন নামের আরেকজন লিখেছেন, ‘হে ভাই, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক’ এছাড়াও নেটিজেনদের অনেকেই তামিম মৃধাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।
0 মন্তব্যসমূহ