মিয়ানমারের জনসংখ্যা ১০ বছর আগের তুলনায় কিছুটা কমেছে। দেশটি বলেছে, ২০২৪ সালের আদমশুমারি অনুযায়ী, জনসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১৩ লাখে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মিয়ানমারজুড়ে চলমান অস্থিরতা ও সংঘাতের মধ্যে প্রতিশ্রুত নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই আদমশুমারি চালানো হয়েছে বলে জানিয়েছে সামরিক জান্তা সরকার।
২০২৪ সালের অক্টোবরে এই আদমশুমারি করা হয়। এ বছর মিয়ানমারে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে জান্তা সরকারের। নির্বাচনের ভোটার তালিকা প্রণয়নের জন্য এই আদমশুমারি ব্যবহার করা হবে। তবে আদমশুমারির ফলাফলকে ভুয়া বলে ব্যাপকভাবে এটির নিন্দা জানিয়েছেন জান্তাবিরোধীরা।
জান্তাপ্রধান মিন অং হ্লাইং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া নববর্ষের ভাষণে বলেছেন, ‘আমি সফলভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি, যা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের মূল লক্ষ্য।’
মিয়ানমারে ২০২১ সালের শুরু থেকে অস্থিরতা চলছে। ওই বছর সামরিক বাহিনী একটি নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে এবং সহিংসভাবে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করে। এতে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ দানা বাঁধে।
সামরিক বাহিনী একাধিক ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। জান্তা সরকার বিপর্যস্ত অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। সামরিক শাসন শুরুর আগে দেশটির অর্থনীতিকে প্রতিশ্রুতিশীল বাজার হিসেবে দেখা হতো।
গত মাসে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন আয়োজনের বিষয়ে জান্তা সরকারের অগ্রগতি প্রতিবেশী দেশগুলোর কাছে তুলে ধরেন। কিন্তু এ সময় বিরোধী গোষ্ঠীগুলোকে একপেশে করে রাখা এবং তাদের অনুপস্থিতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
আদমশুমারি প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে মিয়ানমারের জন্যসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১৩ লাখে। ২০১৪ সালে আগের আদমশুমারিতে যা ছিল ৫ কোটি ১৫ লাখ। এ দুই আদমশুমারির কোনোটিতেই রোহিঙ্গা মুসলমানদের অন্তর্ভুক্ত করা হয়নি।
0 মন্তব্যসমূহ