জীবনসঙ্গী বেছে নিলেন দাউদ কিম, নেটপাড়ায় মুহূর্তেই ভাইরাল


কোরিয়ান পপ তারকা থেকে হয়েছেন মুসলিম। তারপর থেকে পরিপূর্ণ ইসলামের পথে হাঁটছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম। তবে এবার আলোচনায় এসেছেন জীবনসঙ্গী বেছে নেয়ার খবর দিয়ে। নেটপাড়ায় মুহূর্তেই ভাইরাল এই খবর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি রিংয়ের ছবি আপলোড করেছেন। সঙ্গে রয়েছে একটি নারীকে জড়িয়ে থাকা নিজের ছবিও। ক্যাপশনে দিয়েছেন অ্যাঙ্গেজমেন্ট রিংয়ের একটি সাইন ও লাভ ইমোজি।

দাউদ কিমের এই স্ট্যাটাসে আর কিছুই বুঝতে বাকি নেই নেটিজেনদের। মুহূর্তেই ভাইরাল হয় তার এই পোস্ট। মন্তব্যের ঘরে জীবনসঙ্গীর বৃত্তান্ত জানার বহু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভক্তরা। এ ছাড়া অনেকেই জানিয়েছেন অভিনন্দন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ