নুসরাত জাহানের বিশেষ অঙ্গে ট্যাটু নিয়ে ভারতে হইচই



সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই বিতর্কের মুখে পড়েন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। গেল বছর একটি শিম্পাজির সঙ্গে ছবি তুলে সংবাদের শিরোনাম হয়েছিলেন তিনি। সেই সময় অভিনেত্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা। 

এবার আবারো নতুন বছরে আলোচনায় নুসরাত।এবারের বিষয়টি ভিন্ন।এবার শর্টকাট ড্রেসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই অভিনেত্রী।

শর্ট কাট ড্রেসে বেরিয়ে এলো নুসরাতের বিশেষ অঙ্গের ফটো।নিজেই জানিয়েছেন সে বিড়ম্বনার কথা।নতুন বছরের শুরুতেই গ্ল্যামার লুকে সোশ্যাল মিডিয়া কাপাচ্ছেন টলিউডের এই সুন্দরী।

চোখে দুষ্ট ইশারা, হাতে ওয়াইনের গ্লাস,কালো শরীর খোলা গাউনে নিজের ছবি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে।মূহর্তে তা নেট দুনিয়ায় ভাইরাল।

কাজল  কালো চোখ আর গ্লাম্যারাস মেকআপ,আর ঝোলা দুলে ও ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কিন্তু শর্ট কাট পোষাকের জন্যই পড়েছেন ভক্তদের সমালোচনার মুখে।সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, অনন্যা নুসরাতের শর্ট কাট পোষাকে উকি দিচ্ছে তার ট্যাটু।

বাঁ দিকের বক্ষযুগলের উপরে লেখা ভিক্টোর।যদিও এই ট্যাটু বিতর্কের শেষ নেই।সমালোচকদের দাবি একটা সময় প্রেমিক ভিক্টরের জন্যই বুকে এই ট্যাটু খোদাই করেছিলেন নুসরাত।

নুসরাতের বিশেষ অঙ্গের ফটো সোশ্যাল মাধ্যমে প্রকাশের পরপরই সারা ভারত জুড়ে উঠে হইচই।নেটিজেনরা অনেকে এই নায়িকার প্রশংসা করলেও অনেকে আবার করছেন সমালোচনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ