মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির



বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার ঢাকায় নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা অথমান পরিচয়পত্র পেশ করতে বঙ্গভবনে গেলে এ আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করেছে। নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে এ সম্পর্ক আরো উচ্চতায় পৌঁছাবে।

তিনি আরো বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তির অন্যতম গন্তব্যস্থল। বাংলাদেশের শ্রমশক্তি উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তালিকাভুক্ত যে ১৮ হাজার শ্রমিক নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পারেননি, তারা যেন যেতে পারেন সেই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন মো. সাহাবুদ্দিন।

সাক্ষাতে মালয়েশিয়ার নতুন হাইকমিশনার দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে সর্বাত্মক প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন। এছাড় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ