সিলেট জেলা বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি ঘোষণা


সিলেট জেলা বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পরিবহন শ্রমিকরা আগামীকাল ৩১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছেন।

গত ২৯ ডিসেম্বর সকালে জকিগঞ্জের কামালগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে বাসচাপায় আবির আহমদ নামে এক কিশোর আহত হয়ে হাসপাতালে মারা যায়। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই বাস আটকে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় আরো তিনটি বাস ভাঙচুর করা হয় বলে পরিবহন শ্রমিকরা অভিযোগ করেন। 

এ ঘটনার প্রতিবাদে সোমবার পরিবহন শ্রমিকরা সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন এবং আগামীকাল ৩১ ডিসেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ