আমাদের জীবনের এখন এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে স্মার্ট ফোন। স্মার্ট ফোন ব্যবহার করেন, অথচ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ পৃথিবীতে নেই। আর এই স্মার্টফোনের দৌলতেই বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে যায়।
এখন কমবেশি আট থেকে আশি সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। সেইসাথে লকডাউন চলাকালীন সোশ্যাল মিডিয়ার ব্যবহার বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মানুষ তার বাড়তি সময় অতিবাহিত করার জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছে।
সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাদের নাচ গানের ভিডিও করে পোস্ট করে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সে সকল ভিডিও। আগেকার দিনে যেমন পর্দা প্রথার প্রচলন ছিল এখন আর তার বালাই নেই। বর্তমানে মহিলারা সবদিক থেকেই এগিয়ে রয়েছে।
তারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্বভার গ্রহণ হোক কিংবা বাইরে গিয়ে চাকরি করাই হোক, সবদিক থেকেই তারা এখন এগিয়ে। বর্তমানে নাচ গান শিখে পড়াশোনার পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হচ্ছেন তারা।
এমনকি খোলামেলা পোশাক পরতে অভ্যস্ত হয়ে গিয়েছেন অনেকেই। যুগ পাল্টেছে, পাল্টে গিয়েছে ভাবধারা ও রীতিনীতি। যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে বিদেশি আচার-আচরণকে অনেকেই করায়ত্ত করার চেষ্টা করছেন।
যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা বেশ খানিকটা পরিবর্তন ঘটেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইছে সকলেই। প্রতিমুহূর্তে মানুষ নতুন কিছু শিখে নিজেকে আপডেট করছে। আধুনিকতার ছোঁয়ায় পছন্দ-অপছন্দের হিসেব নিকেশে এসেছে অনেক পরিবর্তন।
একটা সময় সব থেকে বেশি জনপ্রিয়তা ছিল ধ্রুপদী নাচ গানের। কিন্তু বর্তমানে সেখানে ধ্রুপদী নাচ গানের সঙ্গে পাশ্চাত্যের নাচ গানের বিভিন্ন ধারাও যুক্ত হয়েছে। নিজের ঐতিহ্যময় অতীতকে সম্মান দেওয়ার সঙ্গে সঙ্গে আধুনিকতাকে কব্জায় এনে ফেলেছে মানুষ।
খোলামেলা পোশাকে “আফগান জলেবি” আর “স্বাগসে স্বাগত” গানে সোশ্যাল মিডিয়ার নাগরিকদের ঘুম ওড়াল যুবতীরা। “টাইগার জিন্দা হে” সিনেমার “স্বাগসে স্বাগত” এবং “ফ্যানটম” সিনেমার “আফগান জলেবি” গানে তুমুল নাচলো যুবতীরা।
বটল গ্রীন রঙের অসাধারণ পোশাকে তাদের ডান্স রীতিমত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। এই যুবতীদের প্রত্যেকের পরনে ছিল পুরোপুরি একই ধরনের পোশাক। মেকআপের মধ্যেও ছিল প্রচুর মিল। একইসঙ্গে তাদের নাচের ভঙ্গি নজর কেড়ে নিয়েছে আমজনতার।
“আফগান জলেবি” গানে এবং “স্বাগসে স্বাগত” গানে ডান্স পারফর্ম করা সত্যিই খুব কষ্টকর। সে কথা আমরা নাচের ভিডিও গুলো দেখলেই বুঝতে পারি। তবে এই যুবতীরা তাদের অসাধারণ বেলি ডান্স এর মাধ্যমে সকলের নজর কেড়ে নিয়েছে।
“বানজারা স্কুল অফ ডান্স” নামক একটি ডান্স একাডেমি থেকে সম্প্রতি ইউটিউবে পোস্ট করা হয়েছে ভিডিও। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই যুবতীদের নাচের ভিডিও। প্রত্যেক যুবতীর অসাধারণ ফিগার মেন্টেন আর শরীর আবেদন কার্যত ঝড় তুলেছে যুবকদের মনে।
কোন ভিডিও কতটা ভাইরাল হলো, তা আমরা বিচার করে থাকে লাইক কমেন্ট আর শেয়ারের উপর নির্ভর করে। সব ভিডিও যে ভাইরাল হবে কিংবা জনপ্রিয়তা অর্জন করে নেবে তার কোনো মানে নেই।
অবশ্যই যে কোন ভিডিওর মধ্যে থাকতে হবে নতুনত্ব। জনপ্রিয়তা অর্জনের রসদ থাকলে অনায়াসে যেকোন ভিডিও ভাইরাল হয়ে যেতে বাধ্য। এক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে। ে১৫ মিলিয়ন দর্শক ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছে। একই সঙ্গে ৯৫ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই এই সুন্দরী যুবতীদের নাচের প্রশংসায় পঞ্চমুখ।
0 মন্তব্যসমূহ