ঐশ্বরিয়া এক রাতের জন্য পেতে ১০ কোটি টাকা ব্যয় করেছিলেন পাক রাষ্ট্রপতি



ঐশ্বর্য রাই বচ্চন, প্রথম থেকেই অভিনেত্রী সিনেপাড়ার অন্যতম চর্চিত স্টার, অভিনয় থেকে রূপ, সবেতে বাজিমাত বচ্চন বধূর। যাঁকে নিয়ে ভক্ত মনে উত্তেজনার পারদ বরাবরই তুঙ্গে। অভিনয়ের পাশাপাশি মডেলিং, এমন কি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হওয়া, যে কোনও সেলিব্রিটির পেশার অন্তরগত। তা দিয়ে মোটা টাকা আয় হয় তাঁদের। প্রথমিকভাবে ঐশ্বর্য রাইকেও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেলেও বর্তমানে খুব একটা বিশেষ অনুষ্ঠান না হলে ঐশ্বর্য রাই বচ্চন সেখানে উপস্থিত থাকেন না।

তবে একটা সময় ছিল, যখন সুন্দরী অভিনেত্রীকে একবার নিমন্ত্রণ জানানোর জন্য মরিয়া থাকতেন দেশ বিদেশের নাম করা ভক্তরা। ২০০৮ সালে এমনই একটা নিমন্ত্রণ রক্ষা করে ছিলেন ঐশ্বর্য, তেমনটাই শোনা যায়। এশিয়ানেট নিউজের খবর অনুযায়ী পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ছিলেন ঐশ্বর্যের বড় ভক্ত। তিনিই চেয়েছিলেন তাঁর অনুষ্ঠানে অভিনেত্রীকে আনাতে।

ঐশ্বর্যকে সাধারণত অধিকাংশ মানুষই মনে করে থাকেন বিশ্বের অন্যতম সুন্দরী নারী। ফলে সেই সেলেবকে নিজের দেশের অনুষ্ঠানে পেতে কে না চাইবে। শোনা যায় নিজের এই ইচ্ছে পূরণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি ব্যয় করেছিলেন ১০ কোটি টাকা। যদিও এর কোনও প্রমাণ এখনও পর্যন্ত নেই। তবে খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ক্ষেত্র থেকে। তবে এই প্রসঙ্গে ঐশ্বর্য কোনওদিন মুখ খোলেননি।

পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠান হয়। সেখানেই নাকি অংশ গ্রহণ করেছিলেন রাই সুন্দরী। যদিও তার কোনও ছবি কিংবা কোনও ভিডিয়ো এখনও প্রকাশ্যে আসেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ