গুজব ছড়িয়ে বিএনপি নেতাদের ব্যানার ছিড়ার উৎসব


সামজিক মাধ্যমে হঠাৎ দেখা যায়, ঢাকা ৭ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ন আহবায়ক নেতার ব্যানার ছিড়ছে। তখন, সত্যের সন্ধানের এক লোক সেই ভিডিওটা ধারণ করে। ভিডিও ধারন কারী লোক আর কাছে পরিচয় জানতে চায়, একই সাথে ব্যানার ছিড়ার কারন জানতে চাইলে জানান-

লোকটি আগে শেখ মুজিবের  কোট পরে ঘুরছে, এখন বিএনপির নামে ব্যানার লাগাচ্ছে, ভুয়া বিএনপি কথাও বলতে শুনা যায়। একই সাথে পাশে থাকা কর্মী দের এ পরিচয় তার কাছে নেই। কিন্তু যার ছবি ছিড়া হয়েছে সে আগে মুজিব কোট পরে ঘুরতো, মানুষদের কাছ থেকে টাকা উঠাতো।

এক সূত্রে জানা যায় ব্যানার ছেড়া লোকটির নাম বুলু। বুলু ও আলামিন মাদবর দুজনে মিলে প্রকাশ্যেই এভাবেই ব্যানার ছিড়ছে। 

সূত্র মতে, মিরপুর-১ নাম্বারের বাসিন্দা ইউনুস রাজনীতির জন্য ১৫ বছরে যুবদল কর্মী হিসাবে ৪ বার জেল খেটেছে। 

ইউনুস বলেন, বিএনপির নেতাকর্মীদের সাথে হাত মিলিয়ে সামনে রাজনীতিতে এগিয়ে যাওয়ার আশা ও স্বপ্ন দেখেন। সে  স্বপ্ন যেন নীল স্বপ্ন হয়ে যায়।

সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা সময় বিভিন্ন কারনে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন মামলায় জড়িয়ে জেল খাটিয়েছেন। তিনি ৫ই আগস্ট শেখ হাসিনার পতন এর মধ্য দিয় আবার যেন বিএনপির নেতাকর্মীরা জেগে উঠেছে। 

ইউনুসের বক্তব্য- বিএনপির রাজনীতিতে আছি, ভবিষ্যতেও থাকবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ