ইমরানের ‘চূড়ান্ত ডাকে’ ইসলামাবাদের পথে সমর্থকদের ঢল


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন তার হাজার হাজার সমর্থক। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ফেসবুক পেজে সমর্থকদের দলে দলে রাজধানীর দিকে আসার ভিডিও প্রকাশ করা হয়েছে।

তবে এই বহরকে আটকানোর জন্য ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। রাজধানীর দিকে আসা বিভিন্ন সড়কে কন্টেইনার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, দেশের প্রায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা।

এর আগে, গত ১৩ নভেম্বর ইমরান খান সারা দেশে বিক্ষোভের জন্য ‘চূড়ান্ত ডাক’। সেই দিন তিনি ঘোষণা দেন, সবাইকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সমবেত হওয়ার।

তিনি অভিযোগ করেন, জনগণের ম্যান্ডেট চুরি, মানুষকে অন্যায়ভাবে আটক এবং ২৬ তম সংশোধনী পাস করে দেশে ‘একনায়কতান্ত্রিক শাসন’ আরো শক্তিশালী করা হয়েছে। ২০২৩ সালের আগস্টে ইমরান খানকে গ্রেফতারের পর থেকে তার দল তার মুক্তি এবং ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

ডন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধান সড়ক ও মোটরওয়ে কন্টেইনার দিয়ে অবরুদ্ধ করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে বিক্ষোভকারীদের মিছিল সকালেই ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। জিটি রোড এবং মোটরওয়েতে হেসানাবদাল ও আটক এলাকাগুলোতে পুলিশের কড়া পাহারা দেখা গেছে।

ইমরান খানের দল পিটিআই থেকে নির্বাচিত স্থানীয় এমপিএ ও এমএনএরা নিজ নিজ এলাকার মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। ইসলামাবাদের কাছে হজারা ইন্টারচেঞ্জের (মোড়) কাছে বুরহানে এসব মিছিল একত্র হবে বলে জানিয়েছেন পিটিআই নেতা শওকত ইউসুফজাই।

পিটিআইয়ের এক্স হ্যান্ডেলে শেয়ার করা বিভিন্ন পোস্টের তথ্য অনুসারে, পেশোয়ারের জেলা সভাপতি ইরফান সেলিমের মিছিল, বান্নু থেকে স্বাস্থ্যমন্ত্রী পাখতুন ইয়ার খানের নেতৃত্বাধীন মিছিল এবং খাইবার পাখতুনখাওয়ার মন্ত্রী ড. আমজাদ আলীর নেতৃত্বাধীন মিছিল ইসলামাবাদের পথে রয়েছে। পিটিআই দক্ষিণ পাঞ্জাবের সভাপতি সিনেটর আওন আব্বাস এবং জারতাজ গুল ওয়াজিরের নেতৃত্বে আরও একটি মিছিল যাত্রা করেছে।

একটি পোস্টে পিটিআই জানিয়েছে, প্রতিবাদকারীদের ইংরেজি সাইনবোর্ড এবং প্ল্যাকার্ড বহন করতে হবে, যাতে তাদের বার্তা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে। এতে বলা হয়েছে, ‘ন্যায়বিচার, গণতন্ত্র ও সংবিধানসম্মত পাকিস্তানের জন্য আমাদের কণ্ঠস্বর যেন বিশ্বময় প্রতিধ্বনিত হয়!’

ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, পাকিস্তানে হোয়াটসঅ্যাপ সেবা সীমিত করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে এক পোস্টে তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যাকএন্ডে সমস্যা তৈরি করা হয়েছে। তবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছিল, শুধু ‘নিরাপত্তা উদ্বেগ রয়েছে’ এমন এলাকায় ওয়াইফাই এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। বাকি এলাকাগুলোতে সেবা স্বাভাবিক থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ