বিল ছিঁড়ে সংসদেই নাচ তরুণী এমপির, ভিডিও ভাইরাল


নিউজিল্যান্ডের কনিষ্ঠতম সংসদ সদস্য হানা-রাউহিটি কারিরিকি মাইপি-ক্লার্ক। এক বিতর্কিত বিল নিয়ে বিতর্ক চলছিল নিউজিল্যান্ড সংসদে। সেই সময় ২২ বছরের মাওরি এমপি হানা বিলটির অনুলিপি ছিঁড়ে ফেলেন এবং ফের একবার ‘হাকা’ নাচ উপস্থাপন করেন। তিনি শুরু করার পর, সংসদে উপস্থিত আরও অনেকেই তার সঙ্গে যোগ দেন। হানার এই হাকা নাচের  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ভাইরাল  ভিডিওতে দেখা যায়, নিউজিল্যান্ড সংসদে ট্রিটি প্রিন্সিপলস বিলের উপর ভোটাভুটি হচ্ছে। সেই সময় সংসদ সদস্য হানা প্রথমে বিলটির একটি অনুলিপি ছিঁড়ে ফেলেন। তারপর হাকা নাচ করে সংসদের অধিবেশনে বাধা দেন। তার সঙ্গে যোগ দেন তার দলের কয়েকজনে এমপি। এমনকি, পাবলিক গ্যালারি থেকেও বেশ কিছু মানুষ তার সঙ্গে হাকা নাচে যোগ দেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, অধ্যক্ষ গেরি ব্রাউনলি সংক্ষিপ্ত সময়ের জন্য অধিবেশনের কাজ স্থগিত রাখতে বাধ্য হন।

১৮৪০ সালে ব্রিটিশ রাজ এবং ৫০০-রও বেশি মাওরি প্রধানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ওয়েটাঙ্গি চুক্তি। ব্রিটিশ রাজের মধ্যে মাওরিদের শাসনের অধিকার দিতেই এই চুক্তি হয়েছিল। এই চুক্তিতে বলা আছে দুই পক্ষ কারা কীভাবে শাসন করবে। এই চুক্তি আজও সেই দেশের আইন ও নীতি তৈরি করে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ