পদ্মাসেতু হয়ে ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হবে আগামী ২ ডিসেম্বর। গতকাল বৃহস্পতিবার পদ্মা রেল লিংকের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঐদিন, খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সকাল ৬টায় কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস বেলা ১১টায় কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশে রওনা হবে। ঢাকা থেকে বেনাপোলের যাত্রার সময় আনুমানিক সাড়ে ৩ ঘণ্টা হবে।
আফজাল হোসেন বলেন, নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে।
তিনি আরো বলেন, সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। যার অর্ধেক ঋণ সহায়তা দিয়েছে চীন।
এই রেললাইন চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব ২০০ কিলোমিটার কমে যাবে এবং ভ্রমণের সময়ও অর্ধেকে নামবে।
0 মন্তব্যসমূহ