ট্রাম্পের ঘুষ প্রদান মামলার রায় স্থগিত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদান সংক্রান্ত মামলার রায় স্থগিত ঘোষণা করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চ আদালত।

কয়েক মাস আগে এ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহে মামলার রায় ঘোষণার সূচি ছিল। তার আগেই এ স্থগিতাদেশ দিলেন বিচারপতি মার্চান। এর আগেও দু’বার এ মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে।

গত সপ্তাহে এ মামলা খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। শুক্রবার রায় ঘোষণা স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবদের সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। আগামী ২ ডিসেম্বরের মধ্যে এ আবেদন করতে পারবেন ট্রাম্পের আইনজীবীরা।

এদিকে, শুক্রবার বাদীপক্ষ স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবী এবং ম্যানহাটান জেলার অ্যাটর্নি আলভিন ব্র্যাগ বিচারপতি মার্চানকে একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আদালতের রায় ঘোষণার দিন পিছিয়ে দেওয়া নিয়ে তিনি বা তার মক্কেলের আপত্তি নেই। এমনকি আদালত যদি চান, তাহলে ট্রাম্পের শাসনকাল শেষ হওয়া পর্যন্তও তারা অপেক্ষা করতে প্রস্তুত রয়েছেন। তবে যদি মামলা খারিজ করে দেওয়ার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে সর্বশক্তি দিয়ে তারা লড়াই করতে প্রস্তুত আছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ