জাবান হোটেলে সেনাবাহিনীর অভিযান, মাদকসহ ৭২ নারী-পুরুষ আটক!


টঙ্গীর কেরাণিটেক হোটেল জাবানে ও বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য,দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৭২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে পুরুষ ৫১ জন ও নারী ২১ জন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দিনগত রাত সাড়ে তিনটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে যৌথবাহিনী। টঙ্গীর জাবান হোটেলে অভিযান চলাকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি পালাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এর আগে জাবান হোটেলের মালিক শেখ বাদলের উত্তরা বাসায় অভিযান চালানো হয়। 

টঙ্গীর ‘জাভান’ হোটেলে সকাল ১০টা পর্যন্ত চলা যৌথবাহিনীর পৃথক অভিযানটিতে নেতৃত্ব দেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ী সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাহসিন। হোটেলে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় দেহব্যবসার অপরাধে ২৭ নারী, হোটেলটিতে আসা ৩২ পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. তাহসিন জানান, টঙ্গীর আমতলী এলাকায় ‘জাভান’ হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ছিল। অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে মদ। সেই সঙ্গে দেহব্যবসার অপরাধে নারী-পুরুষ ও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমদ বলেন, যৌথবাহিনীর অভিযান শেষে আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। পরে পৃথক দুটি মামলা শেষে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ