জোর ধাক্কা আম্বানি-আদানির, বিশ্বের শীর্ষ ১৫ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন


দিওয়ালির উ‍ৎসবের আনন্দ নিমিষেই ম্লান হয়ে গেল দেশের দুই সেরা ধনী মুকেশ আম্বানি ও গৌতম আদানির কাছে। শেয়ারবাজারে জোর ধাক্কা খেয়ে বিশ্বের সেরা ২০ ধনীর তালিকা থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় শিল্প মহলের দুই হুজুর। তবে সান্ত্বনার বিষয় হল, দুজনেই সেরা কুড়ি ধনীর তালিকায় রয়েছেন।

গত কয়েকদিন ধরেই উত্থান-পতনের সাক্ষী থেকেছে ভারতীয় শেয়ারবাজার। আর সেই কারণে মুকেশ আম্বানি ও গৌতম আদানির সম্পদের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই কমেছে। বাণিজ্যিক বিষয়ক সংবাদমাধ্যমগুলির দাবি, গত ২৪ ঘন্টায় শেয়ারবাজারে উত্থান-পতনের কাছে ২৭২ কোটি ডলার বা ২২ হাজার ৮৮২ কোটি টাকার মতো সম্পত্তি খুঁইয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। ফলে তাঁর সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯৮৮০ কোটি ডলারের কাছাকাছি। আর ওই সম্পদ নিয়ে বিশ্বের ধনী তালিকায় ১৭ নম্বরে অবস্থান করছেন ধীরুভাই আম্বানির পুত্র।

মুকেশের মতোই সম্পদ কমার ধাক্কা খেতে হয়েছে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিকে। গত ২৪ ঘন্টায় তিনি খুঁইয়েছেন ২০৬ কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ১৭ হাজার ৩৩০ কোটির কাছাকাছি। এক ধাক্কায় গৌতম আদানির সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯২৩০ কোটি ডলার। আর ওই সম্পদ নিয়ে তিনি বিশ্বের সেরা ধনীদের তালিকায় ১৮ নম্বরে দাঁড়িয়েছেন।

তবে শুধুমাত্র মুকেশ আম্বানি কিংবা গৌতম আদানির-ই সম্পদ কমেনি।বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস নামিয়ে টেসলা কর্ণধার ইলন মাস্ক, মেটা কর্ণধার মার্ক জুকারবার্গ, মাইক্রোসফট কর্ণধার বিল গেটসেরও সম্পদের পরিমাণ কমেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ