সন্তানদের নিয়ে ফের বিয়ের পিঁড়িতে সানি লিওন


ফের বিয়ে করলেন বলিউড অভিনেত্রী-মডেল সানি লিওন। তবে নতুন কাউকে নয়! স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই আবারও বিয়ের বন্ধনে বাঁধলেন নিজেকে। সানি-ড্যানিয়েলের এই বিয়েতে তাঁদের পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাঁদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর উদ্দেশেই এমনটা করার ইচ্ছে ছিল এই যুগলের। আর এ কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা। গত ৩১ অক্টোবর মালদ্বীপের সৈকতে বসেছিল তাঁদের বিয়ে আসর। এদিন পরিবারের সবাই সাদা পোশাকে সেজেছিলেন।


ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না সানি। তবে পর্নো দুনিয়া থেকে সরে আসার পর এখনও কেন দর্শক তাঁকে সিরিয়াসলি নিচ্ছেন না, এ নিয়েই তিনি কিছুটা হতাশ বলে জানিয়েছেন নানা সাক্ষাৎকারে।

যদিও এবার প্রথমবারের মতো নিজের পুরনো প্রেম নিয়ে মুখ খুললেন। ড্যানিয়েলের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে প্রেম করতেন সানি। ব্রেকআপের পরেও তাঁকে নিয়ে নিজের শোতে নানারকম ঠাট্টা করতেন রাসেল।

বিবাহবার্ষিকীতে জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেকের বিচ্ছেদবিবাহবার্ষিকীতে জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেকের বিচ্ছেদ
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘আমাদের দিনগুলো খুবই সুন্দর ছিল। সুখেই ছিলাম আমরা। কিন্তু হঠাৎ বুঝতে পারি, রাসেল আমাকে খুব একটা গুরুত্ব দেয় না। তাই এই সম্পর্ক থেকে সরে দাঁড়াই।’

এই তারকা আরও বলেন, ‘আমাকে নিয়ে শোতে যে ঠাট্টা করে, তাতে যদি তার উন্নতি হয়, তাহলে ভালো। সবাই যদি হাসে সেটাও ভালো। আমার এসবে কিছু যায় আসে না।’

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে নিজেদের সপ্তম বিবাহবার্ষিকীতেও বিয়ের পিঁড়িতে দেখা গিয়েছিল সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবারকে।যে ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে গিয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ