পুলিশের জালে পর্নস্টার রিয়া বারদে। বাংলাদেশের বাসিন্দা রিয়ার আসল নাম বান্না শেখ। যিনি ওপার বাংলা থেকে জাল পাসপোর্ট ও নথি নিয়ে ভারতে আসেন এং মুম্বইয়ে থাকতে শুরু করেন। প্রাপ্তবয়স্কদের সিনেমার জগতে বান্না রিয়া নামেই জনপ্রিয় হন। রিয়া জাল পাসপোর্ট নিয়ে ভারতে নিজের আস্তানা গড়ে নিয়েছিলেন। কিন্তু কী করে এক বাংলাদেশী মেয়ে সীমান্ত পেরিয়ে এই দেশে এসে ভারতীয় নাগরিকত্ব হাসিল করে নীল ছবির দুনিয়ায় নিজের পরিচিতি তৈরি করলেন, সেই গল্প সকলকে অবাক করবে।
কে এই রিয়া ?
বাংলাদেশ থেকে জাল পরিচয়পত্র নিয়ে ভারতে আসা বান্না শেখ ওরফে রিয়ার কাহিনি কোনও ফিল্নের গল্পের চেয়ে কম কিছু নয়। মহারাষ্ট্রের উল্লাসনগরের হিল লাইন পুলিস গ্রেফতার করে পদ্মাপারের নীলদুনিয়ার নায়িকাকে। রিয়া একাই নন, ভারতে তাঁর সঙ্গে থাকছিলেন তাঁর বা এবং ভাই-বোনেরাও। বাংলাদেশ থেকে ভারতে এসে পর্নদুনিয়ায় পা রাখেন রিয়া। এরপরই তিনি ভারতীয় নাগরিকত্ব পেয়ে যান। রিয়া ওরফে বান্না গ্রেফতারের পরই এই জাল পরিচয়পত্রের বিষয়টি সামনে আসে। রিয়ার আসল নাম বান্না শেখ। বাংলাদেশ থেকে জাল পাসপোর্টের সহায়তা এখানে আসার পর তাঁর মা অঞ্জলি (রুবি শেখ) স্বার্থসিদ্ধির জন্য়ই বিয়ে করেছেন অমরাবতীর অরবিন্দ বারদেকে। যিনি নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে দাবি করেছেন। এরপরই তিনি তাঁর পরিবারের জন্য জালি পরিচয়পত্র তৈরি করে ফেলেন। এরপর এই পরিবার নিজেদের পরিচয় বদলে ভারতে থাকার রাস্তা বের করে নেন।
কীভাবে ধরা পড়লেন ?
রিয়া জালি নথিপত্রের সহায়তায় ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করে নেন, যার ফলে রিয়া একজন ভারতীয় নাগরিক হিসাবে নিজের পরিচয় বদলে ফেলে। তবে রিয়ার এই চতুরতা সামনে আসে যখন তাঁরই এক বন্ধু রিয়ার আসল পরিচয় পুলিশকে বলে দেয়। তদন্তের সময় পুলিশ জানতে পারে যে রিয়ার কাছে তাঁর জন্মস্থান নিয়ে একাধিক নথি রয়েছে, যেটা পুরোটাই জাল।
পর্ন দুনিয়ায় প্রবেশ
রিয়ার আসল নাম বান্না শেখ হলেও তিনি পর্নদুনিয়ায় পা রাখেন রিয়া বারদে ও আরোহি বারদে নাম নিয়ে। অমরাবতী থেকেই রিয়া ও তাঁর পরিবারের আধার, ভোটার কার্ড ও পাসপোর্ট তৈরি করেন। পুলিশ জানিয়েছে, রাজ কুন্দ্রার প্রযোজনায়ও কাজ করেছেন রিয়া। ইতিমধ্যেই এই প্রযোজনা সংস্থার অন্তর্গত হওয়া একাধিক পর্নোগ্রাফি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রিয়া বহু পর্ন ছবিতে কাজ করে এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানিয়ে নেন। এর আগেও গ্রেফতার হয়েছেন রিয়া। জানা যাচ্ছে অতীতে অনৈতিক ট্রাফিক (প্রতিরোধ) আইনে মুম্বই পুলিস পতিতাবৃত্তি সম্পর্কিত এক মামলায় গ্রেফতার করেছিল।
গ্রেফতার রিয়া
২৬ সেপ্টেম্বর মুম্বইয়ের উল্লাসনগর থেকে পুলিশ নথি জাল করে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাসের অভিযোগে গ্রেফতার করেন রিয়াকে। রিয়ার অভিভাবক বর্তমানে কাতারে থাকেন। পুলিশ রিয়ার ভাই-বোনকে খুঁজছে। পুলিশ জানিয়েছে, এই পরিবার ভারতে অনুপ্রবেশের পর পরিচয় বদল করে ভারতীয় নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেছিল।
0 মন্তব্যসমূহ