প্রিয় ফুটবলারকে দেখতে কত রকমের পাগলামিই করে থাকেন ভক্তরা। ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ার ঘটনা তো অহরহ দেখা যায়। কিন্তু এবার রোনালদোর এক চীনাভক্ত যা করেছেন, তা চোখ কপালে ওঠার মতোই। পর্তুগিজ মহাতারকার সঙ্গে দেখা করতে তিনি ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বাইসাইকেলে!
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সাইকেলে গন্তব্যে পৌঁছতে সেই চীনা ভক্তের লেগেছে ৬ মাস ২০ দিন। এত কষ্টের ফলও তিনি পেয়েছেন হাতেনাতে। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর তিনি দেখা পেয়েছেন সিআর সেভেনের। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, বিমানভাড়া না থাকায় সড়কপথে সাইকেল চালিয়ে সৌদি আরবে গিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, রোনালদোর সেই চীনা ভক্ত একটি সাইকেল নিয়ে দাঁড়িয়ে। তার সাথে আল নাসরের জার্সি ছাড়াও একটি বড় প্ল্যাকার্ডে লেখা ছিল ‘১৩ হাজার কিলোমিটার, ৬ মাস ২০ দিন। আমি চীন থেকে এখানে এসেছি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করতে।’
রোনালদো তার এই পাগল ভক্তের সঙ্গে দেখা করেছেন। তার সঙ্গে ছবিও তুলেছেন। ইতালীয় সাংবাদিক ফাবরিজিও রোমানোও রোনালদোর সঙ্গে ভক্তের সেই ছবি পোস্ট করেছেন। ভক্তের প্রতি এই ভালোবাসা দেখানোয় সেই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই রোনালদোকে প্রশংসায় ভাসাচ্ছেন।
0 মন্তব্যসমূহ