৩০টি ভাষায় গেয়েছেন ১৫ হাজারের বেশি গান, স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে! জনপ্রিয়তায় উদিত নারায়ণ পাল্লা দেন মুকেশ-রফিকে

নেপালি ছবি ‘সিন্দুর’ দিয়ে কেরিয়ারের শুরু। তারপর আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, অলকা ইয়াগনিক, অনুরাধা পড়ওয়াল, সোনু নিগম, কুমার শানুর মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন। কাজ করেছেন রাজেশ রোশন, আরডি বর্মন, বাপ্পি লাহিড়ি, মানস মুখোপাধ্যায়, কল্যাণজি-আনন্দজির মতো সঙ্গীতশিল্পীদের সঙ্গে। রোজগারও করেছেন দু’হাতে। 02 ৩০টি ভাষায় ১৫ হাজারের বেশি গান গেয়ে রেকর্ডও রয়েছে তাঁর। তিনি আর কেউ নন, বিখ্যাত গায়ক এবং প্লে ব্যাক শিল্পী উদিত নারায়ণ। ১৯৫৫ সালে নেপালের সাপ্তারি জেলায় জন্ম। পুরো নাম উদিত নারায়ণ ঝা। নেপালি ছবি ছাড়া বেশ কিছু ভোজপুরি সিনেমাতেও গান গেয়েছেন উদিত। সঙ্গীতশিল্পী রাজেশ রোশন তাঁকে প্রথমবার বলিউডে পা রাখার সুযোগ করে দেন, ‘উনিশ বিশ’ ছবিতে। 03 তবে আমির খানের ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিই উদিতের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবির ‘পাপা কহতে হ্যায় বড়া নাম করেগা’ আজও সমান জনপ্রিয়। এই গানের জন্যই প্রথম ফিল্মফেয়ার পুরস্কার জেতেন উদিত নারায়ণ। 04 ২০০৯ সালে ভারত সরকার ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে উদিত নারায়ণকে। তিনবার জাতীয় পুরস্কারও জিতেছেন। 'কয়ামত সে কয়ামত তক', 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'রাজা হিন্দুস্তানি', 'হম দিল দে চুকে সনম', 'আশিকি', 'লগান'-এর মতো সুপারহিট ছবির জন্য ফিল্মফেয়ার পেয়েছেন ৫ বার। ইদানীং সিনেমায় আর সেভাবে শোনা যায় না উদিতের কণ্ঠ। তবে গত ৩ দশক বলিউডের সঙ্গীত জগতে রাজত্ব করেছেন তিনি। তাঁকে কিশোর কুমার এবং মহম্মদ রফির সঙ্গেও তুলনা করেন অনেকে। 05 নেপালি, মৈথিলি এবং লোকগান গেয়ে সঙ্গীত জগতে প্রবেশ করেন উদিত নারায়ণ। ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি দুটো বিয়ে করেছেন। ১৯৮৪ সালে প্রথম বিহারের রঞ্জনা ঝা নামের এক মহিলাকে বিয়ে করেছিলেন উদিত। তখনও বলিউডে সেভাবে জাঁকিয়ে বসেননি তিনি। 06 হিন্দি সিনেমা জগতে রাজত্ব শুরুর পর উদিত বিয়ে করেন দীপা গাতরাজকে। শোনা যায়, তাঁর প্রথম স্ত্রী না কি এই বিয়ের কথা জানতেন না। বিবাহবিচ্ছেদও হয়নি। একপ্রকার তাঁকে লুকিয়েই বিয়ে করেছিলেন উদিত। রঞ্জনা প্রতারণার অভিযোগ উদিতের নামে মামলা করেন। নেপালে তাঁকে নিষিদ্ধ করা হয়। 07 প্রথম দিকে এসব গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন উদিত নারায়ণ। কিন্তু আদালতে রঞ্জনা একের পর এক প্রমাণ দেন। উদিতের সঙ্গে তাঁর বিয়ের ছবি পেশ করেন। শেষে দুই স্ত্রীকেই সঙ্গে রাখার নির্দেশ দেয় আদালত। দীপা এবং উদিতের এক ছেলে আদিত্য নারায়ণ। tring.co.in অনুযায়ী, উদিত নারায়ণের ১৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। বর্তমানে তাঁর আয়ের প্রধান উৎস রিয়েল এস্টেট। এছাড়া সিনেমা, রেকর্ড এবং রিয়েলিটি শো-এর বিচারক হিসেবেও তিনি প্রচুর অর্থ উপার্জন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ