ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না আমাদের। আর তাই তো অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। ২০০৫ সালে যাত্রা শুরুর পর থেকে আজকের দিন পর্যন্ত ইউটিউবে সব থেকে বেশিবার দেখা ১০ ভিডিওগুলোর তালিকা দেখে নেওয়া যাক—
১. ইউটিউবে সব থেকে বেশিবার দেখা ভিডিওর তালিকায় প্রথমেই রয়েছে শিশুদের জন্য তৈরি অ্যানিমেটেড ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’ (Baby Shark Dance)। ২০১৬ সালে ইউটিউবে আপলোডের পর এ পর্যন্ত ১৫ বিলিয়ন বার দেখা হয়েছে ভিডিওটি।
২ . তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পুয়ের্তো রিকোর দুই গায়ক লুইস ফনসি ও ড্যাডি ইয়াংকির সাড়া জাগানো স্প্যানিশ গান ‘দেসপাসিতো’ (Despacito)। ২০১৭ সালে আপলোড করা এ গানের ভিডিও দেখা হয়েছে ৮.০৫ বিলিয়ন বার।
৩. তৃতীয় অবস্থানে রয়েছে শিশুদের জন্য তৈরি অপর অ্যানিমেটেড ভিডিও ‘জনি জনি ইয়েস পাপা’ (Johny Johny Yes Papa)। ২০১৬ সালে আপলোড করা এ ভিডিও প্রায় ৬.০৯ বিলিয়ন বার দেখা হয়েছে।
৪. শিশুদের ইউটিউব চ্যানেল কোকোমেলনের তৈরি ‘বাথ সং’ (Bath Song) ভিডিও রয়েছে চতুর্থ স্থানে। ভিডিওটি দেখা হয়েছে ৬.০৮ বিলিয়ন বার কোটিবার।
৫. পঞ্চম স্থানে রয়েছে কোকোমেলনের আরও একটি ছড়ার ভিডিও ‘হুইলস অন দ্য বাস’ (Wheels on the Bus)। ভিডিওটি ৬.০৬ বিলিয়ন বার দেখা হয়েছে।
৬. ভিন ডিজেল অভিনীত হলিউডের জনপ্রিয় সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭-এর ‘সি ইউ অ্যাগেইন’ (See You Again) গানটি রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। সিনেমার শুটিং চলাকালে সড়ক দুর্ঘটনায় নিহত অপর অভিনেতা পল ওয়াকারকে উৎসর্গ করা এ গান ৬.০৪ বিলিয়ন বার দেখা হয়েছে।
৭. ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের বিখ্যাত গান ‘শেপ অব ইউ’ (Shape of You )–এ তালিকায় সপ্তম স্থানে রয়েছে। ২০১৭ সালে আপলোড করা ভিডিওটি ৬.০৩ বিলিয়ন বার দেখা হয়েছে।
৮. ভারতীয় শিশুতোষ ইউটিউব চ্যানেল চুচু টিভির ‘ফনিক্স সং উইথ টু ওয়ার্ডস’ (Phonics Song with Two Words) ভিডিও রয়েছে অষ্টম স্থানে। এ পর্যন্ত প্রায় ৬ বিলিয়ন বার দেখা হয়েছে গানটির ভিডিও।
৯. তালিকায় নবম স্থানে রয়েছে মার্কিন সংগীতশিল্পী ব্রুনো মার্সের ‘আপটাউন ফাংক’ (Uptown Funk) গানের ভিডিও। প্রায় ৫.০৩ বিলিয়ন বার দেখা হয়েছে ভিডিওটি।
১০. তালিকার দশম স্থানে রয়েছে রাশিয়ার শিশুতোষ চ্যানেল মিরোশকা টিভির ‘লার্নিং কালারস-কালারফুল এগস অন আ ফার্ম’ (Learning Colors – Colorful Eggs on a Farm) ভিডিও। ৫.০১ বিলিয়ন বার দেখা হয়েছে ভিডিওটি।
0 মন্তব্যসমূহ