হামাস প্রধান সিনওয়ার নিহত : ইসরাইল


গাজায় উপত্যকায় ইসরাইলের হামলায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইল। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ বিবৃতিতে কাটজ বলেন, ‘(২০২৩ সালের) ৭ অক্টোবরের হত্যার জন্য দায়ী ইয়াহিয়া সিনওয়ারকে আজ ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) সদস্যরা হত্যা করেছে।’

এর আগে এক বিবৃতিতে আইডিএফ জানায়, গাজায় অপারেশন চলাকালে হামাসের তিন নেতা নিহত হয়েছেন। তাদের মধ্যে সিনওয়ারও আছেন বলে ধারণা করা হচ্ছে। সত্যিই তিনি নিহত হয়েছেন কিনা, তা নিশ্চিত হতে লাশগুলোর ডিএনএ পরীক্ষার তোড়জোড় চলছে।

নাম প্রকাশ না করার শর্তে ইসারাইলের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, লাশটি সিনওয়ারের কিনা, প্রাথিমক পরীক্ষায় তা নিশ্চিত হওয়া যায়নি।

আরেকজন ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা বলেন, সম্ভবত পরিকল্পিত বিমান হামলায় নয়, সরাসরি লড়াইয়ে তিনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

গত ৩১ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান উপলক্ষে তেহরানে অবস্থানকালে বিমান হামলায় নিহত হন হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। এর ৬ দিন পর হানিয়ার স্থলাভিষিক্ত হন ইয়াহিয়া সিনওয়ার।

ইসরাইলের বিশ্বাস, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার অন্যতম প্রধান কারিগর ছিলেন সিনওয়ার। ওই ঘটনার পর থেকেই তাকে হত্যা করতে হন্যে হয়ে খুঁজছিল ইসরাইলের সামরিক বাহিনী ও গোয়েন্দারা।


সিনওয়ারের মৃত্যু হলে তা হামাসের জন্য হবে বড় ধাক্কা। বছরের পর বছর ধরে তিনি গাজা উপত্যকায় হামাসের শীর্ষ নেতা এবং গোষ্ঠীটির সামরিক শাখার সাথে নিবিড়ভাবে কাজ করে আসছিলেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ