বাংলাদেশ নৌবাহিনীর SWADS স্পেশাল ফোর্সঃ বাংলাদেশি SEAL টিম



SWADS (The Special Warfare Diving and Salvage)

অনেকেই এই নাম কোনদিন শোনেনি। SWADS বাংলাদেশ নৌবাহিনীর এক এলিট স্পেশাল অপারেশন ফোর্স। শুধুমাত্র বাংলাদেশ নৌবাহিনী ও নৌবাহিনী থেকে কোস্টগার্ড এ যাওয়া পার্সোনেলদের এই বাহিনীতে রিক্রুট করা হয়। মাত্র ৭-৮% প্রার্থী টিকে যান, বাকিরা যোগ্য হবার পরও ঝরে পড়েন। 

আমরা অনেকে US Navy SEAL দের নাম শুনেছি(লাদেন হত্যা মিশনে অংশ নিয়েছিল এই ফোর্স। পৃথিবীর সবচেয়ে দক্ষ আর মারাত্মক বাহিনী), যারা Special Naval Warfare and Development Group নামেও পরিচিত। SWADS সদস্যরা প্রশিক্ষন নেয় US Navy SEAL এবং Republic of Korea Navy এর UDT/SEAL দের সাথে। ইকুইপমেন্ট একদম এক। SWADS এর অন্যান্য স্বতন্ত্র ইউনিট সম্পর্কিত তথ্য “হাইলি ক্লাসিফায়েড” হবার কারনে কিছুই জানা যায়না তাদের সম্পর্কে। ইউনিট গুলো হল SEAL, UDT, SBS, EOD/BD, BPC, SNIPER ইত্যাদি। ধারণা করা হয় এর সদস্য সংখ্যা ১০০০ এর মত এবং কমান্ড সেন্টার যেটা “নির্ভিক” নামে পরিচিত সেটা চট্টগ্রামের দক্ষিনে অবস্থিত। 

একটা ব্রিগেড আকারে SWADS এর স্বীকৃতি দেয়া হয়। সত্যিকার সংখ্যা কখনো বলা হয় না। অথচ ভারত দাবী করে তার অ্যাত্ত বড় নৌবাহিনীতে মাত্র হাজার দুয়েক মারকোস রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের সংস্থা: ইউ এস নেভি সীল ডেল্টা ফোর্স। পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ, নেভি। ভারতের মেরিন কম্যান্ডোস, মারকোস। তবে বাংলাদেশ এই একটা দিক দিয়ে ভারত ও পাকিস্তানকে উষ্টা মেরেছে- এমনটা বলা হয়। 

SWADS এর ট্রেনিঙ সবচেয়ে সেরা, সবচেয়ে আধুনিক, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই স্পেশাল অপারেশন ফোর্সে যোগদানের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের বিশ্বের মধ্যে সবচেয়ে এক্সট্রিম লেভেলের মানসিক, শারীরিক এবং অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামের প্রশিক্ষনের ভিতর দিয়ে যেতে হয়, যেটা দেয়া হয় বাংলাদেশের স্পেশাল ওয়ারফেয়ার স্কুল এবং বহির্বিশ্ব দুইজায়গা থেকেই। ঝরে পড়ার সম্ভাবনা ৯৫%। ইন্সট্রাকটর রা আসে আমেরিকা, কোরিয়া এবং তুরস্ক থেকে, যারা “দ্য ব্রুট” নামে পরিচিত তাদের কঠিন স্বভাবের জন্য। একজন ক্যান্ডিডেটকে এক পারফেক্ট যোদ্ধা হিসেবে গড়ে তোলার জন্য এই ব্রুটালিটির দরকার আছে। 

বাংলাদেশের নেভি পার্সনেলরা আমেরিকার মাটিতে ৭০ দশক থেকেই ট্রেনিং নিচ্ছেন যদিও, কিন্তু তাদের ইন্সট্রাকটররা ২০০৮ সালের শেষদিকে SWADS এর গঠন এবং ট্রেনিঙ এ সাহায্য করা শুরু করে। SWADS আনুষ্ঠানিক ভাবে ২০০৯ সালে গঠিত হয় ১৫০ জন কমান্ডো এবং ২০০ জন ডাইভার নিয়ে। SWADS কে বিশ্বের সবচেয়ে অগ্রগন্য এবং অত্যাধুনিক সামরিক অস্ত্রশস্ত্র প্রশিক্ষন প্রোগ্রাম হিসেবে ধরা হয় (গর্বের বিষয় আমাদের জন্য)। বিশেষ আলোচনায় এসেছে আমাদের এই সাহসী সন্তানরা। সারা পৃথিবীতে বাংলাদেশের এই একটা ফোর্স সর্ব বিবেচনায় অগ্রণী।

SWADS এবং US Navy SEAL একই ধরনের ও সমমানের অস্ত্র ব্যবহার করে। আমাদের SWADS জলে, জলের অতলে, স্থলে এবং অন্তরীক্ষে সর্বপ্রকার যুদ্ধে পারদর্শী। স্পেশাল নাইট ভিশন গগলস সংযুক্ত ব্যালিস্টিক হেলমেট, আণ্ডারওয়াটার ভিডিও ইকুইপমেন্ট সহ সকল প্রকার কমব্যাট ওয়েপন ব্যবহারে পারদর্শী SWADS কমান্ডোরা। এই ফোর্সের প্রাইমারি ওয়েপন হল M16 রাইফেল। এদের অস্ত্রের তালিকাটা বেশ লম্বা। তালিকায় আছে MK18 type 56 -2, Colt M4 Carbine SOPMOD, the Daewoo K2 5.56 এসল্ট রাইফেল, HK MP5 9 mm সাবমেশিন গান, স্নাইপার রাইফেল, 9mm সেমি-অটোমেটিক পিস্তল, HK M-416, M 16a4 and the MK 19 (OMG!!!!)। SWADS সাধারণত বিশ্বের অন্য যে কোন স্পেশাল ফোর্স থেকে বেশি ওয়েপন ব্যবহার করে (কার মাথা থেকে এই বাহিনী তৈরির ধারনাটা বের হল!!! সামনে পেলে লম্বা একটা স্যালুট দিতাম)। 

SWADS এর কোন অপারেশনের কথা জানা যায় না। সমুদ্র, শত্রুর নৌবন্দর, নৌবন্দর অকেজো করে দেয়া, বিহাইন্ড দ্য এনিমি লাইন্স, অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট, Counter-insurgency, Counternarcotics, Counter-terrorism, Covert insertions/extractions, Hostage rescue and personnel recovery, Hydrographic reconnaissance, Intelligence gathering, Raids এই ধরনের কাজে লাগানো হয়। তবে এদের অনেক কিছুই ক্লাসিফায়েড। 

SWADS এর এইরকম আধুনিক হয়ে ওঠার পিছনে আরও একটা কারন আছে। আমেরিকা সর্বোতভাবে সাহায্য করছে এই বাহিনীর উন্নয়নে। ভারত ও চীনের সমুদ্রাধিপত্য কমানোর জন্য ওরাই এই ব্যবস্থা করেছে। 

SWADS এমন একটা বাহিনী যা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমি গর্বিত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ