বিশ্বের অদ্ভুত যত আইন , যা এখনও বিদ্যমান



আইন রাষ্ট্র চালানোর জন্য অপরিহার্য। দেশ পরিচালনার জন্য শুধু আইন প্রণয়ন করতেই গঠিত হয় আইন সভা। ধারণা করা হয় প্রথম লিখিত আইন রচিত হয়েছিলো ব্যবলনীয় সভ্যতায় হাম্বুরাবির হাত ধরে। যেটাকে বলা হয় হাম্বুরাবি কোড। এরপর রোমে লিখিত আইন নিয়ে বেশ কাজ হয়েছে। যুগে যুগে আইন পেয়েছে বৈচিত্র্য। মাঝেমাঝে আইন হয়ে উঠেছে এতটাই বৈচিত্র্যময় যে জানলেই চক্ষু চড়কগাছে উঠবে। কোনো দেশে চুইংগাম কেনা নিষেধ, আবার কোনো দেশে শুধু একটি গোল্ডফিশকে জারে রাখা যাবে না। কোনো কোনো দেশ আবার বলেই দিয়েছে ৫০ কেজির বেশি আলু কেনা যাবে না কখনোই!

এরকম অদ্ভুত সব আইন দেখে নিশ্চয়ই তোমাদের মাথা ঘুরাচ্ছে! তাহলে এবার বলি, এমন একটা দেশ আছে যেখানে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ডেটে যাওয়ার অফার করে তাহলে মেয়েটি নিষেধ করতে পারবে না। এতটুকুতেই হয়তো তোমাদের অনেকের আক্কেলগুড়ুম অবস্থা, কিন্তু তা হলে চলবে না।  কারন এখন আমরা দেখব বিশ্বজুড়ে এরকম অদ্ভুত ৩০ টি আইন যে সব আইনের কথা শুনলে বিশ্বাস করতে চাইবে না অনেকেই!

১) তুমি যদি কখনো সুইজারল্যান্ড যেতে চাও তাহলে এই দুঃসংবাদটি তোমার জন্য। তুমি সুইজারল্যান্ডে কখনোই রাত দশটার পরে কমোড ফ্ল্যাশ করতে পারবে না। সুইজারল্যান্ড সরকার রাত দশটার পরে ফ্ল্যাশ করাকে শব্দ দূষণ হিসেবে ধরে। এর মানে যদি বেশ শক্তিশালী অন্ত্র নিয়ে তোমার সুইজারল্যান্ড ভ্রমনে যেতে হবে!

২) অনেকেই তো আছে অনেক ভুলো মনা! অনেকে আবার কারো জন্মদিনে মনে রাখতে পারে না। সেক্ষেত্রে তোমার জন্য সমস্যা হতো যদি তুমি সামোয়ার অধিবাসী হতে। কেননা সামোয়াতে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া বেআইনি! ধরো একদিন তুমি বাসায় ফিরে দেখলে দরজায় পুলিশের গাড়ি। এবং তারা তোমাকেই নিতে এসেছে! পুলিশ অফিসার বললেন, ‘মিস্টার, ইউ আর আন্ডার এ্যরেস্ট। কারন এবছর আপনি আপনার স্ত্রীর জন্মদিন ভুলে গেছিলেন।’ কি ভয়ঙ্কর!

৩) অস্ট্রেলিয়াতে তুমি কখনোই ৫০ কেজির বেশি আলু সংরক্ষণে রাখতে পারবে না অথবা কিনতেও পারবে না। ধরো তুমি ট্রাক বোঝাই করে সবজি নিয়ে যাচ্ছো, পথেই হামলে পড়লো পুলিশ। কেন? চেক করে দেখবে তোমার ট্রাক। যদি ৫০ কেজির বেশি আলু থাকে, তবে তুমি এবার জেলে। উদ্ভট, না?

৪) তোমাদের মধ্যে অনেকেই আছে চুইংগাম অনেক পছন্দ করো। তাহলে এবারের আইনটা তোমাদের জন্য। সিঙ্গাপুরে এরকম আইন রয়েছে যে তুমি কখনোই চুইংগাম চিবোতে পারবে না! কখনও সিংগাপুরে গিয়ে চুইংগাম চিবোতে শুরু কোরো না কিন্তু। জেল হয়ে গেলে আমি দায়ী নই!

৫) পুরো বিশ্বেই ডিভোর্স রেট এখন প্রচন্ড বেশি। তা শুধুমাত্র দুটি দেশ ছাড়া। এ দুটি দেশে আসলে ডিভোর্স দেয়াটাই বেআইনি। তোমার পার্টনারের সাথে যদি বনিবনা না হয়, তারপরও তোমাদের একই সাথে থাকতে হবে! এই দেশ দুটি হল, ভ্যাটিকান ও ফিলিপাইনস।

৬) ধরো থাইল্যান্ডের চকমকে রাস্তায় তুমি হাঁটছো। এমন অবস্থায় একটা বাথের (থাইল্যান্ডের কারেন্সি) ওপর পা পড়ে গেলো। সাথে সাথে সাইরেন বাজিয়ে পুলিশ হাজির। কেন? এমা! থাইল্যান্ডে যে কারেন্সির ওপর পা ফেলা নিষেধ!

৭) এক জারে একটা গোল্ডফিশ পুষবে ভাবছো? এ কেমন কথা? তুমি তো একদমই বর্বর! হ্যা, তোমাকে অন্তত দুটি বা তার বেশি গোল্ডফিশ পুষতে হবে। এটাই রোম আর সুইজারল্যান্ডের আইন!

৮) সন্ধ্যেবেলা বিচে হাঁটতে হাঁটতে সুর ভাজতে ইচ্ছা করতে পারে অনেকেরই! তাও যদি হয় হাওয়াই এর হনুলুলু, তবে তো কথাই নেই! কিন্তু ওহে, সুরটা একটু নিচে! কেননা সেখানে যে সূর্যাস্তের পরে জোরে গান গাওয়াটাই ব্যানড!

৮) বিচ পর্যন্ত যখন এসেই গেছি, এবার সমুদ্রে নামা যাক। পর্তুগালে কখনোই তুমি সমুদ্রে পি করতে পারবে না। করলে পরিনাম কি হবে, তা আর নাই বলি।

৯) উইনিহ দা পুহ অনেকেরই প্রিয় ক্যারেক্টার। কিন্তু পোল্যান্ড অধিবাসীদের না। কেননা, পুহ পোল্যান্ডে ব্যানড! পুহ সম্পর্কিত যেকোনো প্রডাক্টও। মানে, পোল্যান্ডের সীমানার মধ্যে তুমি কখনোই পুহ এর কথা তুলতে পারবে না!

১০) মেক্সিকোতে সাইকেল চালাতে হয় প্রচন্ড সতর্ক হয়ে। কেননা মেক্সিকোতে সাইক্লিং করার সময় হেলমেট পড়া বেআইনি। অদ্ভুত!

১১) মালদ্বীপের মুসলিম জনগোষ্ঠী খুব কঠোর ভাবে ব্যান করে রেখছে ইসলামিক বই বাদে অন্য কোনো বই পড়া। এমনকি তুমি যদি ট্যুরিস্ট হও তাহলে নিজের ধর্মগ্রন্থ ছাড়া কোনো বই সাথে নিতে পারবে না। আর যদি নিয়েই ফেলো, খবরদার, কোথাও সেই বই খোলা অবস্থায় ফেলে রেখো না!

১২) বেশিরভাগ আমোরিকানরা কাঁঠাল সম্পর্কে জানেন না। কিন্তু কাঁঠালের গন্ধ সম্পর্কে তারা ঠিকই অবগত! তাই, কাঁঠাল স্ন্যাক হিসেবে নেয়া নিষেধ বিভিন্ন জায়গায়! সাউথ এশিয়ানদের প্রতি এটা একটা অন্যায়ই বটে!

১৩) এই আইনটা বেশ আশ্চর্যের! তুমি যদি বিবাহিতা হও এবং রোববারে স্কাই ডাইভিং করতে যাও এবং সেটা যদি ফ্লোরিডায় হয়, তবে তোমাকে অবশ্যই জেলে ঢুকতে হচ্ছে। মানে, ফ্লোরিডাতে বিবাহিতা মেয়েদের রোববারে স্কাই ডাইভিং নিষিদ্ধ!

১৪) কিছু কিছু নাম বেশ কনফিউজিং। শুনে বোঝা যায় না ছেলে নাকি মেয়ে! এবং এরকম ঝামেলা থেকেই হয়ত জার্মান সরকার আইন করেছে, সন্তানের নাম এমনভাবে রাখতে হবে যেন শুনে বোঝা যায় সন্তানটি ছেলে নাকি মেয়ে!

১৫) ডেনমার্ক আবার এক্ষেত্রে এক কাঠি উপরে। তারা আবার ৭০০০ টা নামের একটা লিস্ট করেছে, এবং সন্তানের নাম অবশ্যই সেই ৭০০০ এর একটি হতে হবে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ